শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মা কে ঝুলিয়েছে গোয়াল ঘরে আর ৮ বছরের ছেলেকে ঝুলিয়েছে গাছের সাথে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে।

 # পাবনা প্রতিনিধি:

## মা কে নিজ বাড়ির  গোয়ালঘরে আর  ছেলেকে গাছে ঝোলানো অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার হয়েছে।আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে  পাবনা জেলার চাটমোহরের দিঘলিয়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার হয়।

, গৃহবধূ লাবনী খাতুনের মরদেহ বাড়ির গোয়ালঘরে ছিল। পাশ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল ৮ বছরের ছেলের মরদেহ পাবনা চাটমোহর থানা আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে। 

পুলিশের ধারণা, রাতের আধারে কেউ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে মা ও ছেলের মরা দেহ দুটি  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এখন পর্যন্ত কাউকে কোন গ্রেপ্তার করা হয়নি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চাটমোহর থানা আইন শৃঙ্খলা বাহিনী।  নিহতের স্বামী মালয়েশিয়া প্রবাসী।



শেয়ার করুন