### ঈশ্বরদী গার্লস স্কুলে ২০২৪ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয় স্কুল মাঠে।
৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় ঈশ্বরদী গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে স্কুল গভর্নিং বোর্ডের সভাপতি মুরাদ মালিথা।
সভাপতিিত্বে সিনিয়র শিক্ষক ফজলুর হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।
পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী ঈশ্বরদী পৌর মেয়র ইসাক আলী মালিথা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী গার্লস স্কুলে গভর্নিং বোর্ডের সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
ওয়াহিদুজ্জামান ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্না। ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোশতাক আহমেদ কিরণ। আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা। ঈশ্বরদী সাপ্তাহিক সমস্বর পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী। সাপ্তাহিক নয়া আন্দোলন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাক্তার মাসুম হাসান। সহ আরো ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া অনেক সাংবাদিকবৃন্দ।
এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার আসলাম হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ঈশ্বরদী পৌর মেয়র ইছাখালী মালিতা গার্লস স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতি মুরাদ মালিথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি সহ আরো অনেকেই।

