অনলাইন: ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি। আছে বড়সড় চমক। ঘোষিত দলে নেই জাহানারা আলম। তাকে ছাড়াই ২০ সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার (২৬ জুন) দল ঘোষণা করে বিসিবি। যেখানে প্রাধান্য পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়ানো ক্রিকেটাররা। তাছাড়া জাহানারা ব্যতীত প্রত্যাশিত সবাই আছে দলে। তাদের নিয়ে আগামী ১ জুলাই থেকে শুরু হবে অনুশীলন।
আগামী ৬ জুলাই আইসিসি ওমেন্স
চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। ৯, ১১ ও ১৩ জুলাই
তিনটি টি-টোয়েন্টির পর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২
জুলাই তারিখে।
সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
নিগার
সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা
আক্তার, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া,
স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার,
দিলারা আক্তার, সাথি রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা
হক পিংকি ও ফাহিমা খাতুন।

