ঈশ্বরদী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।শনিবার (২০জানুয়ারি) রাত ৮:৩০মিনিটের সময় ঈশ্বরদী কেন্দ্রিয় কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। পুষ্পমাল্য অর্পন শেষে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাযার নামাজে পূর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,।
নব-নির্বাচিত পাবনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
খবর বিভাগঃ
প্রচ্ছেদ শোকাহত

