মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সংবাদ সম্মেলন চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ গ্রাম্য মাতবরের বিরুদ্ধে


 

বগুড়ার শেরপুরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী গ্রাম্য মাতবরের বিরুদ্ধে। এতে করে গ্রামের শতশত মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের বাসিন্দারা। সোমবার (২৮ আগস্ট) দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড শেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশা

লপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রাজু আহমদ।

তিনি অভিযোগ করে বলেন, গ্রামের সাধারণ মানুষের চলাচলের জন্য পৈত্রিকসূত্রে পাওয়া জায়গা ছেড়ে দেই। পরে ওই জায়গাটির ওপর দিয়ে রাস্তা তৈরি করে দীর্ঘদিন ধরে চলাচল করেছে গ্রামবাসীরা। এমনকি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই রাস্তায় ইটের সোলিং করে দেওয়া হয়েছে। কিন্তু ২৪ আগস্ট পূর্বশক্রতার জেরে একই গ্রামের আজাহার আলীর ছেলে জয়েন উদ্দিন ও তার ভাই ময়েন উদ্দিন সেই রাস্তার মধ্যে খড়ের পালা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।


শেয়ার করুন