বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানের ভাঙন রোধের জন্য নির্মিত ব্লক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা শাকিল রানা ট্রাকযোগে নিজ বাড়িতে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শাকিল পাউবো বরিশাল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)। বিষয়টি জানতে পেরে ব্লক যথাস্থানে ফেরত পাঠানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে
জেলা পাউবো অফিস ও স্থানীয় সূত্র জানায়, উজিরপুরে সন্ধ্যা নদীসহ বিভিন্ন স্থানে নদী ভাঙন রোধের জন্য পাউবোর ঠিকাদাররা পাথরের ব্লকগুলো তৈরি করেন। কয়েকদিন আগে উপ-সহকারী প্রকৌশলী শাকিল রানা কয়েকটি ট্রাকযোগে ব্লকগুলো তার গ্রামের বাড়ি উজিরপুরের হস্তিশুণ্ড ঈদগাহ মার্কেট এলাকায় নিয়ে যায়।জানতে চাইলে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী শাকিল রানা বলেন, ‘নদীভাঙন রোধে ভাঙন এলাকায় ব্লক স্থাপনের কাজ শেষে বেশকিছু ব্লক উদ্বৃত্ত ছিল। সেগুলো এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় পড়ে ছিল। ঠিকাদাররাও ফেরত নিচ্ছিল না। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ব্লকগুলো বাড়িতে নিয়েছি।’তবে পাউবোর কোন কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন, এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক/বিদ্যুৎ) আব্দুস সালাম খান বলেন, পাউবোর ব্লক বাড়িতে নিয়ে রাখা ঠিক হয়নি। লোকমুখে শুনে ব্লকগুলো যথাস্থানে ফেরত পাঠানোর জন্য তাকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি একজন কর্মকর্তার এ ধরনের কাজ পুরোপুরি অনৈতিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর বিভাগঃ
সারাদেশ

