বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’ নামে এক নতুন রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের চেয়ারম্যান মুনসুর আহমেদ, মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়।
শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’র খসড়া ঘোষণাপত্র এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নামও ঘোষণা করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তরা বলেন, বর্তমানে ক্ষুধা, দারিদ্র্য, ঘুস, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এ ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদরদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে।
এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করার জোর দাবি জানান।
তারা আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পূর্ণ করে জাতি ও রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করতে হবে।
মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে দেশের জনগণকে পার্টির পতাকা তলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
খবর বিভাগঃ
রাজনীতি

