বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ভারত থেকে ফিরেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

সংবাদদাতা- পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরেছে। তারা সফরের সারসংক্ষেপ নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।

গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে প্রতিনিধি দলটি নয়াদিল্লি সফর করে।

সোমবার ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি।
বৈঠকে নাড্ডা বলেন, বিজেপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়া অঞ্চলের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করবে।


শেয়ার করুন