শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ঈশ্বরদীতে নাইট ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

  মোহাম্মদ ইউসুফ আলী বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদী ঝারপুকুর মাঠে প্রাঙ্গণে মরহুম সোহেলা রানা জিপ্পু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

২৫আগস্ট শুক্রবার রাত ৯টায় ঈশ্বরদী পৌর ৬ নং ওয়ার্ডের ঝারপুকুর মাঠে এই নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়


অনুষ্ঠানের প্রধান অতিথি (পাবনা-৪) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাশেম আলী,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রহিমা খাতুন, পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, যুবনেতা ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


শেয়ার করুন