সংবাদদাতা: অসময়ে যমুনা নদীর ভাঙ্গনের কবলে পাবনার বেড়া উপজেলার চর নাগদাহ গ্রাম। এতে হুমকির মুখে পড়েছে এখানকার কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে গ্রামবাসী।
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ গ্রাম। অসময়ে এখানে দেখা দিয়েছে যমুনা নদী ভাঙ্গন। এরই মধ্যে বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে।
এবার ভাঙ্গনের হুমকিতে রয়েছে এখানকার বিদ্যুৎ সংযোগ স্থাপনা, কমিউনিটি হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে গ্রামবাসীর দিন কাটছে আতঙ্ক-উৎকণ্ঠায়।
ভাঙ্গন প্রতিরোধে এর আগে প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্থায়ী বাধ নির্মাণের দাবিতে নানা কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
নদী ভাঙ্গন রোধে এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি গ্রামবাসীর।
যমুনার ভাঙনের মুখে পাবনার একটি গ্রাম
প্রকাশিত হয়েছেঃ জুন ২৭, ২০২৩
খবর বিভাগঃ
পাবনা

